রোববার (৭ ডিসেম্বর) দুপুরে আইন লঙ্ঘনের অভিযোগে উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ার খাতা এলাকায় অবস্থিত মেসার্স এ আর ব্রিকস এর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের অনুমতি ছাড়া ইট প্রস্তুতের উদ্দেশ্যে মাটি সংগ্রহের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে। পাশাপাশি হালনাগাদ কাগজপত্র না পাওয়া পর্যন্ত ইটভাটার সমস্ত কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।
আরও পড়ুন: কুড়িগ্রামে বিপন্ন প্রজাতির শকুন উদ্ধার
ভ্রাম্যমাণ বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম মেজবাহ উদ্দিন আহমেদ।
এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক রেজাউল করিম। এছাড়াও জেলা পুলিশের সদস্য ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা অভিযানে অংশ নেন।
]]>
২২ ঘন্টা আগে
২





Bengali (BD) ·
English (US) ·