উপদেষ্টারা গণঅভ্যুত্থানের সময় ঠান্ডাঘরে বসে কফি খেয়েছে: কাফি

২ দিন আগে
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফি রতন বলেছেন, যারা আজকে উপদেষ্টা তারা এই গণঅভ্যুত্থানের পক্ষে কোন অবস্থান দেখাই নাই, কফি খেয়েছে ঠান্ডাঘরে বসে কিন্তু একটা বিবৃতিও দেয়ার প্রয়োজন মনে করেনি। প্রধান উপদেষ্টা সে সময় প্যারিসে অলেম্পিক গেমস দেখেছেন, তারাই এখন ক্ষমতায়।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রিপোর্টাস ইউনিটির শফিকুল কবীর মিলনায়তনে ‘রামুসহ সারাদেশে বৌদ্ধ বিহারে হামলা ও ধ্বংসযজ্ঞের ১৩ বছর এবং গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ শীর্ষক’ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


কাফি বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের প্রাতিষ্ঠানিক রূপ পায়নি, তাই দ্বিতীয় গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তা প্রতিষ্ঠিত করতে হবে।


আরও পড়ুন: সিপিবির সভাপতি সাজ্জাদ, সম্পাদক রতন


তিনি আরও বলেন, একটা ঐকমত্য কমিশন গঠন হয়েছে, কিন্তু যে কমিশন মেহনতি মানুষের জন্য করার কথা ছিল তা হয়নি। এই কমিশন গঠন করা হয়েছে ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য।

]]>
সম্পূর্ণ পড়ুন