উপদেষ্টা পদ নিয়ে ওঠা সমালোচনার জবাব দিলেন মোস্তফা সরয়ার ফারুকী

৩ সপ্তাহ আগে
"আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থানের"  পুরস্কার হিসেবে উপদেষ্টার পদ গ্রহণ করেননি বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সোমবার (১১ নভেম্বর) সচিবালয়ে প্রথম পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমি বিশ্বাস করি আমাদের দলটি দারুণ। আমরা মিটিং করব। সেখানে আমরা চিন্তাভাবনা করব- আমরা কী করতে পারি? আমরা চলে যাওয়ার পরে, আমাদের বলতে পারা উচিত যে আমরা দৃশ্যমান কিছু করেছি।" বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে রবিবার (১০ নভেম্বর) চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীসহ আরও তিনজন শপথ নিয়েছেন। এদের মধ্যে শেখ বশিরউদ্দীন ও মোস্তফা সরয়ার ফারুকীর অন্তর্ভুক্তি নিয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনা ও প্রতিবাদ করা হয়েছে। ছাত্র আন্দোলনের নেতাদের সমালোচনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "আমার অবস্থান, আমি কী করব, কী করেছি- গত ১৫ বছরে আমার ফেসবুক অ্যাক্টিভিটি দেখলেই বুঝতে পারবেন।" তিনি বলেন, "আমি ফ্যাসিস্টদের সমর্থন করি, এটা বলা অবিশ্বাস্য। এর জবাব দেওয়ার দরকার নেই। আমার লেখাগুলো পড়ুন।" সংবাদ সম্মেলনে নবনিযুক্ত উপদেষ্টা নিজের লেখা ২০১৪ সালের একটি নিবন্ধের প্রসঙ্গ টেনে সেই নিবন্ধ পড়ার অনুরোধ জানান। "এই চেতনা নিয়ে আমরা কী করব? ২০১৪ সালে যেদিন শাহবাগে ফ্যাসিবাদ শুরু হয়েছিল, সেদিন লিখেছিলাম," বলেন ফারুকী। 
সম্পূর্ণ পড়ুন