উপকূল এক্সপ্রেস’ ট্রেন থেকে পড়ে যুবক নিহত

১ সপ্তাহে আগে
কিশোরগঞ্জের ভৈরবে ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেন থেকে পড়ে মাহবুব হুসেইন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার জগন্নাথপুর এলাকার ৩৩নং এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাহবুব হুসেইন নোয়াখালী সদরের কালাধারাপ ইউনিয়নের আব্দুল হালিমের ছেলে। তিনি একটি বেসরকারি কোম্পানির কর্মচারী বলে পুলিশ জানিয়েছে।


স্বজন ও পুলিশ জানায়, দুপুরে মাহবুব হুসেইন ঢাকা যাওয়ার উদ্দেশ্য বাড়ি থেকে বেড় হন। দুপুর ১২টার দিকে জগন্নাথপুরের ৩৩নং এলাকায় তার মরদেহ পাওয়া যায়। মরদেহ সুরতহাল প্রতিবেদনের জন্য থানায় নেয়া হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।


আরও পড়ুন: কানে হেডফোনে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু


রেলওয়ে থানার উপপরিদর্শক দিদারুল আলম জানান, মরদেহ সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নেয়া হয়েছে। প্রথমে অজ্ঞাতনামা থাকলেও পরে মোবাইল ফোনের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত হয়। নিহতের পরিবারের লিখিত অভিযোগের পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।


তবে ধারণা করা হচ্ছে, ঢাকাগামী আন্তঃনগর ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে।

]]>
সম্পূর্ণ পড়ুন