মঙ্গলবার (২২ এপ্রিল) পঞ্চগড় জেলা শহরের প্রিতম হোটেলে সংবাদ সম্মেলন করেন প্রয়াত ব্যবসায়ী আব্দুস সামাদের দুই মেয়ে সাবিনা ইয়াসমিন ও সানজিদা পারভীন। লিখিত বক্তব্য পাঠ করেন সাবিনা ইয়াসমিন।
তাদের অভিযোগ, প্রায় ২৯ একর জমির মধ্যে প্রাপ্য অংশ হিসেবে তাদের প্রত্যেকের পাওনা ১ একর ৪২ শতকের মতো হলেও কেউ পেয়েছেন মাত্র ৭, কেউ ১১ এবং কেউ ১৫ শতক জমি। বাকি জমি কৌশলে দখলে রেখেছেন তাদের ভাইয়েরা। এ নিয়ে তারা আদালতে বাটোয়ারা মামলাও করেছেন।
সাবিনা ইয়াসমিন বলেন, ‘আমাদের বাবা ১৯৮৮ সালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি তিন স্ত্রী, ছয় ছেলে ও চার মেয়ে রেখে যান। ভাইবোনদের কয়েকজন তখন নাবালক থাকায় বণ্টন নামা করা সম্ভব হয়নি। পরে কয়েকজন ভাই আমাদের প্রাপ্য জমি আত্মসাৎ করে।’
আরও পড়ুন: স্যালাইনের মেয়াদ শেষ ২৪ সালে তবু রোগীকে পুশ করলো নার্স!
তিনি অভিযোগ করেন, ‘বহুবার পারিবারিকভাবে বসা হলেও সমাধান হয়নি। সার্ভেয়ার দিয়ে জমি সার্ভে করলেও আমাদের বাদ দিয়ে রেকর্ড করানো হয়েছে। এসএ থেকে আরএস রেকর্ড করার সময় জাল ওয়ারিশন ও কাগজপত্র জমা দিয়ে গোপনে জমি রেকর্ড করে নিয়েছে তারা। এখন তারা কোনোভাবেই আমাদের প্রাপ্য বুঝিয়ে দিতে চায় না। বরং আমাদের সামান্য কিছু দখলে থাকা জমি ও ভাড়া দেয়া ঘরগুলোও দখলের চেষ্টা করছে।’
তিনি আরও বলেন, ‘আমার আপন ভাই নুরুজ্জামান আমাদের মায়ের নামে থাকা প্রায় পাঁচ একর জমি নিজের নামে লিখে নিয়েছেন। আদালতে মামলা চলমান, তবে পারিবারিক সমাধানেও আমাদের কোনো আপত্তি নেই।’
]]>