সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ইরান থেকে পাঠানো একটি ড্রোন ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। ড্রোনটি উত্তর ইসরাইলের দখলীকৃত গোলান মালভূমির দিকে যাচ্ছিল।
ইসরাইলি সেনাবাহিনী এর আগে জানিয়েছিল, তেহরান তেল আবিবের দিকে ১০০টিরও বেশি ড্রোন পাঠিয়েছে। যার বেশিরভাগই প্রতিহত করা হয়েছে।
তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইরান ইসরাইলে কোনো ড্রোন পাঠানোর খবর অস্বীকার করেছে।
আরও পড়ুন: হামলার আগে ইরানে গোপন ড্রোন ঘাঁটি তৈরি করেছিল মোসাদ
আল জাজিরা জানিয়েছে, শুক্রবার ভোররাতে ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন স্থানে ইসরাইলি হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন শতাধিক।
এদিকে ইসরাইল কড়া জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়ে ইরানের প্রেসিডেন্ট বলেছেন, ইরানি জাতি এবং কর্মকর্তারা চুপ করে বসে থাকবে না। ইসরাইলের অপরাধের জন্য বৈধ ও শক্তিশালীভাবে এর প্রতিক্রিয়া জানানো হবে। যার ফলে শত্রুরা তাদের বোকামির জন্য অনুতপ্ত হবে।
জাতীয় ঐক্য এখন অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, ‘আজ, অন্য যেকোনো সময়ের চেয়ে ইরানি জাতির আস্থা, সহানুভূতি, ঐক্য এবং সংহতির প্রয়োজন। সৃষ্টিকর্তার ইচ্ছায় দখলদার শাসকগোষ্ঠীর অপরাধের কঠোর, যুক্তিসঙ্গত এবং শক্তিশালী প্রতিক্রিয়া দেয়া হবে।
আরও পড়ুন: ইরানে ইসরাইলের হামলাকে ‘খুবই সফল’ বললেন ট্রাম্প
ইরানের প্রেসিডেন্ট বলেন, ইসরাইল হামলার মাধ্যমে আন্তর্জাতিক সব নীতি লঙ্ঘন করেছে এবং নারী ও শিশু হত্যার মাধ্যমে তারা তাদের বর্বরতা প্রকাশ করেছে।
মাসুদ পেজেশকিয়ান বলেন, বিশ্বব্যাপী এবং আঞ্চলিকভাবে শান্তি প্রতিষ্ঠার জন্য ইরান সর্বাত্মক চেষ্টা করেছে। এজন্য আমরা দীর্ঘমেয়াদি সংলাপের পথও বেছে নিয়েছিলাম। কিন্তু তারা শান্তির পথে না গিয়ে যেভাবে আগ্রাসন চালিয়েছে, তার জবাব সেভাবেই দেয়া হবে।
]]>