বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে মেলান্দহ উপজেলার জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের চর পলিশা তালতলা মোড়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিকেলে চর পলিশা এলাকায় শুভ’র সমর্থকরা একটি উঠান বৈঠক আয়োজন করেন। বৈঠক শেষে ফেরার পথে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। এতে শুভ’র অন্তত ৮ জন কর্মী-সমর্থক আহত হন।
আরও পড়ুন: নাচোলে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে ২ ভাইয়ের মৃত্যু!
আহতদের মধ্যে রয়েছেন, ছবিলাপুর এলাকার মৃত এফাজ আকন্দের ছেলে সবুজ আকন্দ (৪০), নাগেরপাড়ার আমিনুর ইসলামের ছেলে সাগর (২২), চর সগুনার শমশের আলীর ছেলে নূর হক (৪৫) এবং পশ্চিম নাগেরপাড়ার মৃত ছামাদ মন্ডলের ছেলে লাভলু মিয়া (৪৬)। এদের মধ্যে সবুজ, সাগর, নূর হক ও লাভলুর অবস্থা গুরুতর হওয়ায় তাদের জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
আরও পড়ুন: জামায়াতে যোগ দিলেন বিএনপির ৪ শতাধিক নেতাকর্মী
মেলান্দহ থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্নেহাশিষ রায় বলেন, ঘটনাটির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
]]>
 ১ সপ্তাহে আগে
                        ৪
                        ১ সপ্তাহে আগে
                        ৪
                    







 Bengali (BD)  ·
                        Bengali (BD)  ·        English (US)  ·
                        English (US)  ·