সাত দশকের বেশি সময় পার হয়ে গেলেও নাকবার স্মৃতি তাড়া করে ফেরে ফিলিস্তিনিদের। বৃহস্পতিবার (১৫ মে) আবারও আরেকটি বছর ঘুরে আগত নাকবার দিনে গৃহত্যাগের যন্ত্রণা ও প্রাণনাশের শঙ্কায় পার করেছেন গাজা ও পশ্চিম তীরের অধিবাসীরা।
নাকবা দিবসের ৭৭তম বছরে গাজায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১১৫ জন নিহত হয়েছেন।
স্থানীয় কর্মকর্তারা জানান, গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকায় গতকাল ভোরের দিকে চালানো... বিস্তারিত