বুধবার (১১ জুন) সকাল ৯ টার দিকে কুতুপালংস্থ ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত হয় এই শিশু। যাকে বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে একই ক্যাম্প থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ১৪ এপিবিএনর অধিনায়ক এডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন।
অপহৃত শিশু নুর শেহেরা (৪) লাম্বাশিয়া ১ নম্বর ক্যাম্পের মাহমুদুল হাসানের মেয়ে।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে জবাই, স্বামী আটক
মোহাম্মদ সিরাজ আমীন জানিয়েছেন, পাশে অবস্থিত তার দাদার বাড়িতে বেড়াতে যাওয়ার পথে অজ্ঞাত অপহরণকারী চক্র সদস্যরা এই শিশুকে অপহরণ করে। এরপর একটি ফোন নম্বর থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং প্রশাসনের সহায়তা নিলে প্রাণনাশের হুমকি দেন।
বিষয়টি জানার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের ফলে অপহরণকারী চক্রটি ভীত হয়ে শিশুটিকে কুতুপালং ক্যাম্প এলাকায় ফেলে পালিয়ে যায়।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন তিনি।