কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
কারিমা নরসিংদী জেলার রায়পুরা উপজেলার হাসনাগ্রামের মো. হারুন মিয়ার মেয়ে। সে কটিয়াদী উপজেলার মুমুরদিয়া এলাকায় নানার বাড়িত থাকতো।
পুলিশ জানায়, শনিবার ঈদের দুপুরে মায়ের সাথে চান্দপুর ইউনিয়নের শেখেরপাড়া এলাকার হযরত মিয়া চান্দশাহ মাজার জিয়ারতে যাচ্ছিল কারিমা।
পথে উপজেলার মানিককালী রেলওয়ে স্টেশন সংলগ্ন রেল ব্রিজের কাছে মা ও মামার সামনে হঠাৎ খালের পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন কারিমা।
আরও পড়ুন: গোপালগঞ্জে মধুমতি নদীতে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার
খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালায়। তবে তাকে খুঁজে পাওয়া যায়নি।
রোববার সকালের দিকে খালের পানিতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থরে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: কুড়িগ্রামে ভুট্টাক্ষেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধার
কটিয়াদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, মেয়েটি মানসিক প্রতিবন্ধী ছিল। তাকে ঘরে আটকে রাখা হতো। ঈদের দিন মায়েল সাথে সে বাইরে যাওয়ার সুযোগ পায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ পানিতে লাফিয়ে পড়ে নিখোঁজ হয়।
]]>