বুধবার (০২ এপ্রিল) ভোর থেকে সদরঘাট ও বিভিন্ন বাস টার্মিনাল এবং কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা যায় একই চিত্র।
ঈদে লম্বা ছুটি থাকায় স্বাচ্ছন্দ্যে যাত্রা করতে এখনও অনেকে রওনা দিচ্ছেন বাড়ির পথে। অনেকে আবার পরিবার নিয়ে সময় কাটাতে আর প্রকৃতির খোঁজে ঢাকার বাহিরে যাচ্ছেন ঘুরতে। কেউ আবার ঢাকায় ফিরছেন।
ঈদযাত্রা নিয়ে যাত্রীরা বলেন, ভোগান্তি এড়াতে ঢাকা ছাড়ছেন তারা। জরুরি কাজে আর ভোগান্তি এড়াতে ছুটির আগেভাগে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা।
আরও পড়ুন: পাঁচ দিনে কক্সবাজার ঘুরবেন ৮ লাখের বেশি পর্যটক
এদিকে লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর ছুটি বেশি হওয়াতে সাধারণ মানুষ ধীরে ধীরে ঢাকা ছাড়ছে এখনও।
তবে তাদের দাবি, পর্যাপ্ত লঞ্চ থাকার পরও যাত্রীর সাড়া পাচ্ছে না। ভোর ৬টা থেকে ৮টা অবধি যাত্রীর সংখ্যা কিছুটা দেখা পেলেও সকাল ১০টার পর থেকে একদমই ফাঁকা থাকে সদরঘাট।
এছাড়াও রাজধানীর কমলাপুর রেলস্টেশনে গিয়েও দেখা গেছে এমন দৃশ্য। কেউ ফিরছেন আবার কেউ পরিবার পরিজন নিয়ে ঢাকার বাইরে যাচ্ছেন।