ঈদের ছুটিতে সাঁতার শিখাতে গিয়ে বাবা-মেয়ের মৃত্যু

৩ সপ্তাহ আগে
মৌলভীবাজারের জুড়ি উপজেলার জায়ফর নগরের হামিদপুর গ্রামে বাবা মেয়েকে পুকুরে সাঁতার শিখাতে নিয়ে গেলে বাবা ও মেয়ে দুজনেরই মৃত্যু হয়েছে।

সোমবার (৯ জুন) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন। 

আরও পড়ুন: পটিয়ায় পুকুরে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

তিনি জানান, বাবুল আহমেদ ঢাকায় বসবাস করেন। ঈদের ছুটিতে পরিবার নিয়ে নিজ গ্রামের বাড়িতে আসছিলেন। সোমবার বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে বাবা বাবুল আহমেদ মেয়ে হালিমা আক্তারকে সাঁতার শিখাতে বাড়ির পুকুরে নিয়ে যান। এ সময় বাবা-মেয়ে সাঁতার কাটতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যান। এতে তারা শ্বাস বন্ধ হয়ে মারা যান। বাবা-মেয়ের এমন মৃত্যুতে পুরো গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে।

]]>
সম্পূর্ণ পড়ুন