ঈদের ছুটিতে জাফলংয়ে ঘুরতে গিয়ে পর্যটকের মৃত্যু

৩ সপ্তাহ আগে
ঈদের ছুটিতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটনকেন্দ্রে ঘুরতে গিয়ে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) দুপুর ২টার দিকে সিলেটের জাফলং জিরোপয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত পর্যটক মাহি চট্টগ্রামের বায়োজিদ থানার আমতৈল শহীদপাড়া এলাকার জামিল আহমদের ছেলে।


স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে জাফলং জিরো পয়েন্ট এলাকায় একজন পর্যটক পানিতে নেমে গোসল করছিলেন। এ সময় পানির নিচে অচেতন অবস্থায় এক তরুণকে দেখতে পান। পরে পর্যটক ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা মৃত অবস্থায় তাকে পানি থেকে তোলেন।


জানা যায়, মাহি তার বন্ধুদের সঙ্গে চট্টগ্রাম থেকে সিলেটের জাফলংয়ে ঘুরতে গিয়েছিলেন।


আরও পড়ুন: রামুতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার


এ বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল আহমেদ।


তিনি জানান, দুপুর ২টার দিকে জাফলং জিরোপয়েন্টে পানি থেকে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি চট্টগ্রামে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। 

]]>
সম্পূর্ণ পড়ুন