ভোমরা কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবু মুছা জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভোমরা কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন ও ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ কর্মচারী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা শেষে গত ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। ছুটি শেষে আজ থেকে ভোমরা বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।
ভোমরা কাস্টমসের রাজস্ব কর্মকর্তা রাসেল আহমেদ জানান, সরকারি কোনো বন্ধের নির্দেশনা না থাকলেও ব্যবসায়ীদের পারস্পরিক সমঝোতায় ঈদের সময় আমদানি-রফতানি বন্ধ রাখা হয়। আজ থেকে পুরোদমে আমদানি-রফিতানি শুরু হয়েছে। তবে বন্ধের সময় সীমিত আকারে পাসপোর্ট যাত্রী ও ব্যাগেজ ক্লিয়ারেন্স কার্যক্রম চালু ছিল।
আরও পড়ুন: টানা ১০ দিনের ছুটি শেষ, অফিস-আদালত খুলছে আজ
অন্যদিকে ভোমরা চেকপোস্টের ইমিগ্রেশন কর্মকর্তারা জানিয়েছেন, ঈদের ছুটিতে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। আজও তা অব্যাহত রয়েছে।
ব্যবসায়ী ও শ্রমিকরা বলছেন, ঈদের দীর্ঘ ছুটি শেষে বন্দরের কার্যক্রম শুরু হওয়ায় নতুন করে গতি ফিরবে বাণিজ্যে। এতে করে বন্দরকেন্দ্রিক অর্থনীতি আবারও চাঙ্গা হবে।
]]>