ঈদের ছুটি শেষে ভোমরা স্থলবন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য

২ সপ্তাহ আগে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে টানা ১০ দিন বন্ধ থাকার পর আজ রোববার (১৫ জুন) থেকে আবারও আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘ ছুটি শেষে বন্দর এলাকায় ফিরে এসেছে কর্মচাঞ্চল্য, ব্যস্ত হয়ে উঠেছে কাস্টমস, সিএন্ডএফ এজেন্ট এবং পরিবহন সংশ্লিষ্ট সেক্টরগুলো।

ভোমরা কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবু মুছা জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভোমরা কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন ও ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ কর্মচারী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা শেষে গত ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। ছুটি শেষে আজ থেকে ভোমরা বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

 

ভোমরা কাস্টমসের রাজস্ব কর্মকর্তা রাসেল আহমেদ জানান, সরকারি কোনো বন্ধের নির্দেশনা না থাকলেও ব্যবসায়ীদের পারস্পরিক সমঝোতায় ঈদের সময় আমদানি-রফতানি বন্ধ রাখা হয়। আজ থেকে পুরোদমে আমদানি-রফিতানি শুরু হয়েছে। তবে বন্ধের সময় সীমিত আকারে পাসপোর্ট যাত্রী ও ব্যাগেজ ক্লিয়ারেন্স কার্যক্রম চালু ছিল।

 

আরও পড়ুন: টানা ১০ দিনের ছুটি শেষ, অফিস-আদালত খুলছে আজ

 

অন্যদিকে ভোমরা চেকপোস্টের ইমিগ্রেশন কর্মকর্তারা জানিয়েছেন, ঈদের ছুটিতে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। আজও তা অব্যাহত রয়েছে।

 

ব্যবসায়ী ও শ্রমিকরা বলছেন, ঈদের দীর্ঘ ছুটি শেষে বন্দরের কার্যক্রম শুরু হওয়ায় নতুন করে গতি ফিরবে বাণিজ্যে। এতে করে বন্দরকেন্দ্রিক অর্থনীতি আবারও চাঙ্গা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন