শ্রমিকদের উপস্থিতি সন্তোষজনক বলেও জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড), হেমায়েতপুর, গেন্ডা, জিরাবো, বাইপাইল, শ্রীপুর, জিরানি, জামগড়া, বেড়ন, নয়ারহাট, ধামরাইয়ের কালামপুর, ইসলামপুর, বাতুলি, শ্রীরামপুর ও ধামরাই বিসিক শিল্পনগরী সহ আশেপাশের কারখানাগুলোর শ্রমিকদের সকাল থেকেই সড়ক ও গলিপথে কর্মস্থলে প্রবেশ করতে দেখা যায়।
সকাল থেকে কারখানাগুলোতে পুনরায় ব্যস্ততা ফিরে এসেছে। উৎপাদন লাইনে ফিরে এসে শ্রমিকরাও স্বস্তিতে। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্বনির্ধারিত শিপমেন্ট সময়মতো ডেলিভারি দিতে হবে, তাই একযোগে উৎপাদন শুরু করেছেন তারা।
আরও পড়ুন: ঈদের লম্বা ছুটি শেষে আজ খুলছে ব্যাংক-বিমা-পুঁজিবাজারও
কারখানাগুলোর অধিকাংশে শ্রমিক উপস্থিতির হার ৯৮ থেকে ৯৯ শতাংশের মধ্যে। তবে আশুলিয়ার কিছু কারখানায় উপস্থিতি সামান্য কম হলেও দুই-এক দিনের মধ্যেই সেগুলোও স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছে শিল্প পুলিশ ও বিজিএমই।
উল্লেখ্য, চলতি মাসের ৪ থেকে ৬ তারিখ পর্যন্ত পর্যায়ক্রমে ঈদের ছুটি ঘোষণা করেছিল সাভার-আশুলিয়ার পোশাক কারখানাগুলো। এরপর রোববার থেকেই প্রায় সব কারখানায় পুরোদমে উৎপাদন শুরু হয়েছে।
]]>