প্রতি বছর ঈদের সময় ব্যাংক থেকে নতুন নোট দেয়ার চল আছে বাংলাদেশে, তবে বাংলাদেশ ব্যাংক সোমবার (১০ মার্চ) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এবারের ঈদে ব্যাংকগুলোর কোনো শাখা থেকেই পাওয়া যাবে না টাকার নতুন নোট।
ঈদুল ফিতর উপলক্ষ্যে জনগণের মাঝে নতুন নোট বিনিময় কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত বিভিন্ন ব্যাংকে পাঠানো এই চিঠিতে বলা হয়েছে, "ব্যাংকগুলোর শাখায় যে সকল ফ্রেশ নোট গচ্ছিত রয়েছে তা বিনিময় না করে সংশ্লিষ্ট শাখায় সংরক্ষণ করা এবং পুনঃপ্রচলনযোগ্য নোট দিয়ে সকল লেনদেন কার্যক্রম করতে পরামর্শ দেয়া হলো।"
এর আগে বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিলো, ঈদ উপলক্ষ্যে নতুন টাকা পাওয়া যাবে মার্চ থেকে।
এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে জানা যায়, বহুল আলোচিত বাংলাদেশি ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকা মূল্যমানের নতুন নোট ৬ মাসের মধ্যে বাজারে আসবে। বাংলাদেশ ব্যাংক এই তথ্য প্রকাশ করার পর আসন্ন নোটের নকশার উপাদান নিয়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা বলেন, নতুন নোট আসা নিশ্চিত। তবে নকশার সঠিক উপাদানগুলো নিশ্চিত করার সময় এখনো আসেনি।
অক্টোবর মাসেই অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান নকশা থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে নেওয়া হবে। প্রাথমিকভাবে চারটি নোট পুনরায় নকশা করা হবে। পরবর্তীতে অন্যান্য নোটগুলোতেও পরিবর্তন আনা হবে বলে জানান কর্মকর্তারা।
সাবেক শেখ হাসিনার সরকারের আমলে প্রচলিত সব নোট ও মুদ্রায়ই শেখ মুজিবুর রহমানের ছবি আছে যা মুছে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে ২ টাকা থেকে ১ হাজার টাকার কাগজের নোটের সবগুলোতেই তার ছবি রয়েছে।