ঈদে ঘুরতে বেরিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাণ গেল যুবকের

৩ সপ্তাহ আগে
বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে বাসের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী অজ্ঞাতপরিচয় (২২) এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক অজ্ঞাতপরিচয় (২৪) এক যুবক আহত হয়েছেন।

সোমবার (৯ জুন) দুপুর পৌনে একটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় কুমিল্লামুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

ঘটনাস্থলে দুজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

 

আরও পড়ুন: মহাসড়কে পার্কিং করে রাখা ট্রাকের সঙ্গে ৪ বাসের সংঘর্ষ, আহত ৩০

 

প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানান, মোটরসাইকেলটি মহাসড়কের তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকা অতিক্রম করার সময় ঢাকা থেকে ছেড়ে আসা কুমিল্লামুখী একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন গুরুতর হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। 

 

তবে নিহত ও আহত দুই ব্যক্তির নাম পরিচয় জানতে পারেনি হাইওয়ে পুলিশ।

 

আরও পড়ুন: মহাসড়ক থেকে খাদে ট্রাক, দুই গরুসহ প্রাণ গেল ২ ব্যবসায়ীর

 

বিষয়টি নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ শওকত হোসেন বলেন, মোটরসাইকেলে ধাক্কা দেয়া একটি বাস জব্দ করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিও পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত কার্যক্রম চলমান। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

]]>
সম্পূর্ণ পড়ুন