পবিত্র ঈদুল আজহা উদ্যাপনে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি, বঙ্গ, হইচই এবং আইস্কিনে রয়েছে নানা আয়োজন-
১। চরকি: এবার সিনেমাপ্রেমীদের জন্য দারুণ চমক নিয়ে হাজির হয়েছে চরকি। প্ল্যাটফর্মটিতে রোজার ঈদের জনপ্রিয় একাধিক সিনেমা মুক্তি পেয়েছে। এগুলো হলো শাকিব খানের বরবাদ,আফরান নিশোর দাগি, মোশাররফ করিমের চক্কর ৩০২ এবং সিয়াম আহমেদের জংলি।
২। বঙ্গ: বঙ্গ অ্যাপে এসেছে বহুল প্রতিক্ষিত ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন। নির্মাতা কাজল আরেফিন অমির আলোচিত এই ড্রামা নিয়ে এরইমধ্যে তৈরি হয়েছে দর্শক আগ্রহ।
৩। হইচই: জনপ্রিয় প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে ‘বোহেমিয়ান ঘোড়া’। সাত পর্বের সিরিজে ট্রাকচালক আব্বাসের সাত বিয়ের কাহিনি বলবে এটি। কমেডি, রহস্য ও মানবিক গল্পের সিরিজটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম।
৪। আইস্ক্রিন: কোরবানি ঈদ উপলক্ষ্যে আইস্কিনে মুক্তি পেয়েছে দুটি সিনেমা ও একটি সিরিজ। রিয়াদ মাহমুদ পরিচালিত থ্রিলারধর্মী ওয়েব ফিল্ম ‘পার্টি’তে দেখা যাবে খালি বাসায় পার্টি করতে গিয়ে বিপদে পড়ে কয়েক বন্ধু।
আরও পড়ুন: কোরবানি ঈদে প্রেক্ষাগৃহে লড়ছে ৬ সিনেমা
তৌফিক এলাহির সিনেমা ‘নীলপদ্ম’ও দেখা যাবে এখানে। দৌলতদিয়ার যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় ও অধিকারের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।
আরও পড়ুন: ১৩২ প্রেক্ষাগৃহে চলছে ‘তাণ্ডব’
আইস্কিনে স্বামী-স্ত্রীর প্রেম, বিশ্বাস ও প্রতিশোধের গল্প তুলে ধরা হয়েছে তিন পর্বের ওয়েব সিরিজ ‘পাপ কাহিনী’তে। এই সিরিজের মাধ্যমে পরিচালক হিসেবে যাত্রা শুরু করেছেন অভিনতা শাহরিয়ার নাজিম জয়।
]]>