এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
ক্রেমলিনের ওয়েবসাইটে পোস্ট করা এক বিবৃতিতে পুতিন উল্লেখ করেছেন, ‘মুসলিমরা কুরবান বায়রাম উদযাপনের মাধ্যমে নিজেদের পূর্ব প্রজন্মের শিক্ষা ও ঐতিহ্য, দয়া এবং সহানুভূতিশীল হওয়ার যে শিক্ষা— তাকেই এগিয়ে নিয়ে যান।’
রুশ প্রেসিডেন্ট রাশিয়ার দৈনন্দিন জীবনে মুসলিম সংগঠনগুলোর সক্রিয় ও গঠনমূলক অংশগ্রহণের ওপর জোর দেন।
আরও পড়ুন: রুশ আইনপ্রণেতার মন্তব্য /ইলন মাস্ককে প্রয়োজনে রাজনৈতিক আশ্রয় দিতে পারে রাশিয়া
এর মধ্যে তরুণ প্রজন্মকে শিক্ষিত করা, পারিবারিক মূল্যবোধ জোরদার করা এবং সংস্কৃতি, শিক্ষা, জ্ঞানার্জন এবং জনহিতকর কাজে বৃহৎ পরিসরে উদ্যোগ বাস্তবায়নের ওপর জোর দেয়া হয়।
বিবৃতিতে পুতিন বলেন, ‘অবশ্যই, পিতৃভূমির রক্ষক এবং তাদের পরিবারকে সমর্থন করার লক্ষ্যে আপনাদের কর্মকাণ্ডের জন্য বিশেষ স্বীকৃতি এবং গভীর প্রশংসা প্রাপ্য।’
সূত্র: আনাদোলু এজেন্সি
]]>