ঈদ শেষে ফেরার পথে গাজীপুরে দুই মোটরসাইকেল আরোহী নিহত

৩ সপ্তাহ আগে
গাজীপুর মহানগরের বাসন থানাধীন যোগীতলা এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

শনিবার (৫ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকা-বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত দুইজনের একজন মাহাবুর রহমান বাবু (৪০)। তিনি কুড়িগ্রামের নাগেশ্বরী থানার চন্ডীপুর গ্রামের আব্দুল্লাহ ও মাহমুদা দম্পতির সন্তান। অপরজন মো. ওবাইদুল হক (৪৭), যিনি একই উপজেলার বাটুয়াখানা গ্রামের বাসিন্দা। তার পিতা ছিলেন মৃত আব্দুল মজিদ মিয়া এবং মাতা মোছা. মমেনা বেগম।

 

আরও পড়ুন: কুমিল্লায় মাদক সেবনের জেরে কুপিয়ে হত্যা, আটক ২

 

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত দুজন একটি মোটরসাইকেলে করে ভোগড়া বাইপাস থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। মাঝপথে যোগীতলা এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।

 

খবর পেয়ে বাসন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ বলেন, ‘মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন