নতুন মৌসুম শুরুর আগে আক্রমণভাগের শক্তি বাড়াতে বেনিয়ামিন সেস্কোকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে দুই ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেড এবং ম্যানচেস্টার ইউনাইটেড। জার্মান লিগে খেলা এই ফরোয়ার্ড পেতে এর আগে ৬৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল নিউক্যাসল। তখন থেকেই লাইপজিগের সঙ্গে আলোচনা করছে এবং তাদের প্রস্তাব উত্থাপন করছে এই ইংলিশ ক্লাবটি।
অন্যদিকে বসে নেই আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। ইয়োকেরেশকে না পেয়ে তারা মনোযোগ দেয় লাইপজিগের স্ট্রাইকার সেস্কোর প্রতি। এ ছাড়া অভ্যন্তরীনভাবে লাইপজিগের সঙ্গে আলোচনা চালাচ্ছে আমোরিমের দল।
এই ফরোয়ার্ডের জন্য এবার দাম বাড়িয়েছে নিউক্যাসল। ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম স্কাইস্পোর্টস বলছে, স্লোভেনিয়ার এই ফরোয়ার্ডের জন্য এবার প্রায় ৭০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে নিউক্যাসল।
আরও পড়ুন: ঘরের মাঠে আর্জেন্টাইনদের বিদায় বলতে পারবেন তো মেসি?
তবে গুঞ্জণ রয়েছে, ওল্ড ট্রাফোর্ডে যেতেই বেশি আগ্রহ সেস্কোর। যদি লাইপজিগের সাথে একটি চুক্তিতে ক্লাবটি সম্মত হয়, তাহলে সেস্কোর ম্যান ইউনাইটেডে যোগ দেওয়ার সম্ভাবনাই বেশি।
এদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের নজর যে শুধু সেস্কোর ওপর, তা নয়। অ্যাস্টন ভিলার অলি ওয়াটকিন্সের ওপরও তাদের নজর আছে। তা ছাড়া আরও স্ট্রাইকারের খোঁজ করছে ওল্ড ট্রাফোর্ডের দলটি।
লাইপজিগের ব্যবস্থাপনা পরিচালক মার্সেল শেফার্ড নিশ্চিত করেছেন যে, ক্লাবগুলো সেস্কোর জন্য তাদের সঙ্গে যোগাযোগ করছে। তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে এখনই বিস্তারিত কিছু বলবো না। কিন্তু যখন আমি বলছি যে বেশ কয়েকটি ক্লাব তার (সেস্কো) প্রতি বেশ আগ্রহ দেখিয়েছে এবং যোগাযোগ করছে, তখন এটা স্পষ্ট যে কী ঘটেছে।’
আরও পড়ুন: মেসিদের লিগে যোগ দিচ্ছেন সন?
নিউক্যাসলের কোচ এডি হাও বলেছেন, ‘আমরা শুধু সেরা খেলোয়াড়দের খুঁজছি যাদের আমরা পেতে পারি। আমাদের লক্ষ্য, অবস্থান যাই হোক, আমরা সেরাদের খুঁজছি।’
এদিকে রেড ডেভিলদের জার্সিতে হতাশাজনক এক মৌসুম পার করেছেন রামসাস হয়লুন্দ। এরপর থেকে একজন নতুন স্ট্রাইকার খুঁজছে ক্লাবটি। এর আগে ভিক্তর ইয়োকেরেশকে দলে নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ম্যান ইউনাইটেড। এরপর তাদের নজর গিয়ে পড়ে সেস্কোর ওপর। তবে সংবাদধ্যমের খবর অনুযায়ী, স্লোভেনিয়ার এই স্ট্রাইকারকে দলে পেতে এগিয়ে আছে আমোরিমের দলই।
]]>