সাবা’র খবরে বলা হয়, সালেম বিন ব্রেইক আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন, যা কাউন্সিল অনুমোদন করে। এরপর জিন্দানিকে নতুন মন্ত্রিসভা গঠনের দায়িত্ব দেয়া হয়।
সম্প্রতি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে উত্তেজনা বৃদ্ধির একটি প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ইয়েমেন।
রয়টার্স বলছে, গত ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাত–সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) ইয়েমেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং সৌদি সীমান্তের কাছাকাছি পর্যন্ত অগ্রসর হয়, যা রিয়াদ তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে।
পরে সৌদি-সমর্থিত যোদ্ধারা ওই এলাকাগুলোর অধিকাংশই পুনর্দখল করে।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে নতুন সংঘাত: ইয়েমেনে সৌদি সমর্থিত গোষ্ঠীর বিমান হামলা
ভূরাজনীতি থেকে শুরু করে তেল উৎপাদনসহ নানা ইস্যুতে তীব্র মতপার্থক্যও এই দুই উপসাগরীয় শক্তির মধ্যে টানাপোড়েনের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এর আগে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনের গৃহযুদ্ধে ইরান-সমর্থিত হুতিদের বিরুদ্ধে লড়াই করা একটি জোটে একসঙ্গে কাজ করেছিল। সেই যুদ্ধের ফলেই ইয়েমেন বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটে পতিত হয়।
সূত্র: রয়টার্স
]]>
২২ ঘন্টা আগে
১








Bengali (BD) ·
English (US) ·