ইয়েমেনের হুথি-সমর্থিত টেলিভিশন আল-মাসিরাহ জানিয়েছে, হোদেইদাহ বন্দর ও বিমানবন্দরে যুক্তরাষ্ট্র ১৩টি বিমান হামলা চালিয়েছে। এর দুই দিন আগে হোদেইদাহর রাস ইসা বন্দরে আমেরিকার হামলায় অন্তত ৮০ জন নিহত ও ১৫০ জনের বেশি আহত হয়েছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
শনিবার আল-মাসিরাহ জানায়, রাজধানী সানার আল-থাওরা, বানি মাতার ও আল-সাফিয়া এলাকায় মার্কিন হামলায় তিনজন নিহত ও চারজন আহত... বিস্তারিত