শুক্রবার (২৭ জুন) গাজীপুর জেলা জামায়াত আয়োজিত ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রফিকুল ইসলাম আরও বলেন, স্বৈরাচারী কায়দায় একটি দল ক্ষমতায় আসতে চায়, যেনতেন নির্বাচন দিয়ে একটি দলকে ক্ষমতায় আসার নীলনকশা বাংলাদেশের ১৮ কোটি মানুষ বাস্তবায়ন হতে দেবে না।
আরও পড়ুন: প্লিজ আজকে রাজনৈতিক কোনো প্রশ্নের উত্তর দিচ্ছি না: জামায়াত আমির
তিনি বলেন, আমরা বলেছি, প্রয়োজনে সংস্কার করে আগে স্থানীয় নির্বাচন এরপর জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। গত ৫৪ বছরে কোনো দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন নিরপেক্ষ হয়নি। এ জন্য আমরা বলেছি, কেয়ারটেকার সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে।
‘আমরা সরকারের কাছে আহ্বান জানাই, দ্রুত গণহত্যার বিচার কাজ শেষ করতে হবে এবং ফ্যাসিবাদের দোসর যারা সরকারের ভেতরে- বাইরে থেকে সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদেরকেও চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে,’ যোগ করেন রফিকুল ইসলাম।
আরও পড়ুন: ক্ষমতায় গেলে জামায়াতের প্রতিনিধিরা জনগণের সেবক হবেন: ডা. শফিকুর
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জামায়াতের জেলা আমির ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. মাওলানা সামিউল হক ফারুকী, কেন্দ্রীয় শুরা সদস্য ও মহানগর জামায়াতের নায়েবে আমির মো. খাইরুল হাসানসহ নেতারা বক্তব্য দেন।
]]>