ইসলামী আন্দোলনের প্রতিনিধি ছাড়াই সংবাদ সম্মেলনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য

২ দিন আগে
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রতিনিধি ছাড়াই সংবাদ সম্মেলন শুরু করেছে ১১ দলীয় নির্বাচনী ঐক্য। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার পর সংবাদ সম্মেলন শুরু হয়। এতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ জোটের অন্যান্য দলের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে জামায়াতের পক্ষ থেকে সাংবাদিকদের একটি আমন্ত্রণপত্র পাঠানো হয়। সেখানে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত ঘোষণা প্রদানের লক্ষ্যে আজ বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) মুক্তিযোদ্ধা হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।


কিন্তু বেলা সোয়া ২টার দিকে সংবাদ সম্মেলনে স্থগিতের কথা জানানো হয়। জামায়াতের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আজ ১৪ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায় আন্দোলনরত ১১ দল ঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।’


গত কয়েকদিন ধরে জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যে আসন সংখ্যা নিয়ে টানাপোড়েন চলছিল। এরমধ্যে গুঞ্জন ওঠে ১১ দলীয় জোটে থাকছে না ইসলামী আন্দোলনসহ কয়েকটি দল।


এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে মগবাজারে জামায়াতের অফিসে ইসলামী আন্দোলনকে ছাড়াই ১০ দলের শীর্ষ নেতারা বৈঠকে বসেন। বৈঠক শেষে কথা বলেন শীর্ষ নেতারা। ১১ দলীয় জোট ভাঙবে না বলে আশাবাদী ব্যক্ত করেন তারা।

 

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘শেষ পর্যন্ত চেষ্টা করব, এই জোট যেন অটুট থাকে। কারও মতানৈক্য থাকলেও জোট গঠনের প্রক্রিয়া এগিয়ে যাবে।’


বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, রাতে ইসলামী আন্দোলনসহ ১১ দলের সংবাদ সম্মেলনে চূড়ান্ত আসন তালিকা ঘোষণা করা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন