ইসরায়েলের সাথে সর্বশেষ বন্দি বিনিময়ে অবশিষ্ট ৬ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস 

২ সপ্তাহ আগে
যুক্তরাষ্ট্রের মনোনীত সন্ত্রাসী গোষ্ঠী হামাস শনিবার সর্বশেষ বিনিময়ে অবশিষ্ট ছয় জিম্মিকে মুক্তি দিয়েছে। ছয়জন জিম্মির মধ্যে রয়েছেন নোভা মিউজিক ফেস্টিভ্যাল থেকে অপহৃত তিনজন ইসরায়েলি পুরুষ। অন্য একজনকে অপহরণ করা হয়েছিল ২০২৩ সালের অক্টোবর মাসে যখন সন্ত্রাসীরা সীমান্ত পেরিয়ে আক্রমণ চালায়। সে ব্যক্তি তখন তার পরিবারের সাথে দেখা করার জন্য দক্ষিণ ইসরায়েলে গিয়েছিলেন। হামাসের ৭ অক্টোবরের হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েল গাজা উপত্যকায় ১৬ মাস ধরে সামরিক অভিযান চালায়। অন্য দুজনকে প্রায় এক দশক ধরে হামাসের হাতে জিম্মি করে রাখা হয়েছিল। তারা প্রত্যেকেই নিজ দায়িত্বে গাজায় প্রবেশ করেছিল। বন্দীদের মধ্যে পাঁচজনকে প্রতীকী বিনিময় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হস্তান্তর করা হয়। এই আনুষ্ঠানিকতায় আওতায় মুখোশধারী, সশস্ত্র হামাস সন্ত্রাসীরা রেড ক্রসের গাড়িতে জিম্মিদের তুলে দেয়। তাদেরকে ঘিরে ছিল শত শত ফিলিস্তিনি। এই প্রক্রিয়াকে রেড ক্রস ও ইসরায়েল অতীতে নিন্দা জানিয়েছে।  ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, শেষ জিম্মি হিশাম আল-সাইদ (৩৬) শনিবার মুক্তি পেয়েছে। এই বেদুইন ইসরায়েলি ২০২৫ সালে নিজ দায়িত্বে গাজায় প্রবেশ করেছিলেন এবং তখন থেকে তিনি জিম্মি অবস্থায় ছিলেন। তার পরিবার ইসরায়েলি মিডিয়াকে জানিয়েছে যে আল-সাইদ এর আগে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হয়েছিল।
সম্পূর্ণ পড়ুন