৬ মার্চ, বৃহস্পতিবার ইসরায়েলি সামরিক বাহিনীর প্রকাশিত ভিডিওতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান বাহিনীকে একটি যৌথ বিমান মহড়া পরিচালনা করতে দেখা গেছে, যা এই সপ্তাহের শুরুতে হয়েছিল বলে জানা গেছে।
রয়টার্স ভিডিওটির তারিখ বা অবস্থান যাচাই করতে পারেনি।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে যে মহড়ার উদ্দেশ্য ছিল দুই সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা ও সমন্বয় বাড়ানো এবং "বিভিন্ন আঞ্চলিক হুমকি" মোকাবেলায় সমন্বিত সক্ষমতা তৈরি করা।
সেনাবাহিনী জানিয়েছে, ফুটেজে একটি আমেরিকান B-52 বোমারু বিমানকে ইসরায়েলি F-35i এবং F-15i বিমানের সাথে উড়তে দেখা যাচ্ছে।
হবৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ঘোষিত সন্ত্রাসী সংগঠন হামাস বলেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হুমকি ইসরায়েলকে গাজার যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে আসতে উৎসাহিত করেছে।
গাজায় আটক অবশিষ্ট জিম্মিদের মুক্তি না দিলে ‘নরক তৈরি হবে’ বলে ট্রাম্প মন্তব্য করার একদিন পরে হামাস এ মন্তব্য করে।
ট্রাম্প তার সোশ্যাল প্লাটফর্ম ট্রুথ-এ বলেন, “জিম্মিদের এখনই মুক্তি দিন, পরে নয়। আপনারা যাদের হত্যা করেছেন অবিলম্বে তাদের সমস্ত মৃতদেহ ফিরিয়ে দিন। নয়তো আপনাদের সময় শেষ।”
ট্রাম্প আরও বলেন, “কাজ শেষ করার জন্য ইসরায়েলের যা যা করা দরকার তার সবই আমি পাঠাচ্ছি। আমি যা বলছি তা না করলে হামাসের একজন সদস্যও নিরাপদে থাকবে না।”
শনিবার প্রথম দফার যুদ্ধবিরতি শেষ হয়েছে। এর অধীনে হামাস ৩৩ জন ইসরায়েলি জিম্মি ও ৫ জন থাই নাগরিককে মুক্তি দিয়েছে; এবং ইসরায়েল প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে।
যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরায়েল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।