ইসরাইলের হামলায় তেহরানে ৯৩৫ জন নিহত: ইরান

৬ দিন আগে
ইরানে ইসরাইলের হামলায় কমপক্ষে ৯৩৫ জন নিহত হয়েছেন।

সোমবার (৩০ জুন) আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়।

 

ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর বলেন, সর্বশেষ ফরেনসিক তথ্যের ভিত্তিতে জানা গেছে, ইসরাইলের সাথে ইরানের ১২ দিনের সংঘাতে ৯৩৫ জন নিহত হয়েছেন।

 

আরও পড়ুন:গাজায় একদিনে ৭২ ফিলিস্তিনিকে হত্যা, ৬০ দিনের যুদ্ধবিরতির চেষ্টা!

 

জাহাঙ্গীরের বরাত দিয়ে সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, ‘ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর (ইসরাইলের) ১২ দিনের সংঘাতে এখন পর্যন্ত ৯৩৫ জন শহীদকে শনাক্ত করা হয়েছে।’

 

এতে আরও জানানো হয়, নিহতদের মধ্যে ১৩২ জন নারী এবং ৩৮ জন শিশু রয়েছে।

 

১৩ জুন ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরাইল। এর মধ্যে সামরিক নেতা, ঘাঁটি, পারমাণবিক বিজ্ঞানী এবং পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়। জবাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। ইরান-ইসরাইলের ১২ দিনের সংঘাত শেষে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়।

 

আরও পড়ুন:গাজায় প্রায় ৮০০ ক্রীড়াবিদ হত্যা করেছে ইসরাইল 

]]>
সম্পূর্ণ পড়ুন