এর আগে ইসরাইলের হামলায় ৯ জন শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন বলে দাবি করেছিল ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
তবে, ইরানের তাসনিম বার্তা সংস্থায় বলা হয়েছে, শনিবার ইসরাইলের নতুন হামলায় আরও তিন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন।
আরও পড়ুন:ইসরাইলি গোয়েন্দা ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
আইডিএফ দাবি করে, ওই নয়জনের মধ্যে দুইজন পারমাণবিক অস্ত্র অর্জনের জন্য ইসলামিক প্রজাতন্ত্রের এজেন্ডাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন।
ইসরাইলি গোয়েন্দা বিভাগের সংগৃহীত সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ইরানে অত্যন্ত নিখুঁতভাবে এই হামলা চালানো হয়েছে বলেও দাবি করেছে ইসরাইলের সামরিক বাহিনী।
এদিকে, হামলায় নিহত ইরানি বিজ্ঞানীদের তালিকা প্রকাশ করেছে ইসরাইল। ইরানি এই ৯ বিজ্ঞানী হলেন পারমাণবিক প্রকৌশল বিশেষজ্ঞ ফেরেইদুন আব্বাসি, পদার্থবিজ্ঞান বিশেষজ্ঞ মোহাম্মদ মেহদি তেহরানচি, রসায়ন প্রকৌশল বিশেষজ্ঞ আকবর মোতালেবি জাদেহ, ম্যাটেরিয়াল প্রকৌশল বিশেষজ্ঞ সাঈদ বারজি, পদার্থবিজ্ঞান বিশেষজ্ঞ আমির হাসান ফাখাহি, রিঅ্যাক্টর ফিজিক্স বিশেষজ্ঞ আব্দ আল-হামিদ মিনোশেহর, পদার্থবিজ্ঞানী মানসুর আসগারি, পারমাণবিক প্রকৌশল বিশেষজ্ঞ আহমদ রেজা জুলফাগারি দারিয়ানি ও যান্ত্রিক প্রকৌশল বিশেষজ্ঞ আলী বাখৌয়েই কাতিরিমি।
অন্যদিকে, ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে বলা হয়েছে, ইসরাইলের নতুন হামলায় ইরানের আরও তিনজন পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন। তারা হলেন- আলী বাকি করিমি, মনসুর আসগারি এবং সাইদ বোরজি।
আরও পড়ুন:হামলার আশঙ্কায় বন্ধই থাকছে ইসরাইলের প্রধান বিমানবন্দর
]]>