ইসরাইলের বিরুদ্ধে মুসলিম ঐক্যের আহ্বান পাকিস্তানের

৩ সপ্তাহ আগে
ইরানে ইসরাইলের চলমান হামলার ঘটনায় তেহরানের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছে পাকিস্তান। একইসাথে ইসরাইলের বিরুদ্ধে সমগ্র মুসলিম ঐক্যের আহ্বান জানিয়েছে ইসলামাবাদ।

এ বিষয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জাতীয় পরিষদে তার ভাষণে বলেন, ‘আমরা ইরানের সাথে আছি এবং তাদের স্বার্থ রক্ষার জন্য প্রতিটি আন্তর্জাতিক ফোরামে তাদের সমর্থন করব।’


আসিফ হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইসরাইল ইরান, ইয়েমেন এবং ফিলিস্তিনকে লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে। যদি মুসলিম জাতি এখনই ঐক্যবদ্ধ না হয়, তাহলে তাদের প্রত্যেকের একই পরিণতি হবে।’

 

আরও পড়ুন:যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সকে সতর্ক করে কড়া বার্তা ইরানের


তিনি সমস্ত মুসলিম জাতিকে অবিলম্বে ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন এবং একটি যৌথ কৌশল প্রণয়নের জন্য ইসলামী সহযোগিতা সংস্থাকে জরুরি অধিবেশন ডাকার অনুরোধ জানিয়েছেন। 


আসিফ বলেন, ‘ইরানের সাথে পাকিস্তানের গভীর সম্পর্ক রয়েছে এবং ইসলামাবাদ এই কঠিন সময়ে তেহরানের পাশে দাঁড়িয়েছে।’

 

এদিকে, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইরানের উপর ইসরাইলি আক্রমণকে ইরানের সার্বভৌমত্বের নির্লজ্জ লঙ্ঘন বলে অভিহিত করেছেন।

 

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম এবং ইরানের দক্ষিণ-পূর্বে পাকিস্তান এবং ইরানের ৭৫০ কিলোমিটার (৪৬৬ মাইল) সীমান্ত রয়েছে। 

 

আরও পড়ুন:ইরানের পাল্টা হামলায় ইসরাইলে নিহত ৩, আহত ৮০

 

সূত্র: আনাদোলু এজেন্সি

]]>
সম্পূর্ণ পড়ুন