সংবাদমাধ্যম আল জাজিরা সোমবার (১৪ এপ্রিল) জানিয়েছে, নতুন করে শুরু হওয়া হামলায় গাজা শহরের তুফাহ এলাকায় তিনজন নিহত হয়েছেন, যেখান থেকে বাসিন্দাদের জোরপূর্বক সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়া কিছু বেসামরিক লোককে সরে যেতে বাধ্য করা হলেও, অনেকে এখনও রয়ে গেছেন। কারণ তারা মনে করেন, অন্য কোথাও এখন নিরাপদ নয়।
উত্তরে আল-আহলি হাসপাতালের কিছু অংশ ইসরাইলি হামলায় ধ্বংস হয়ে যাওয়ায় বিপদ এবং জরুরি অবস্থার পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বিশেষ করে গাজা শহরে।
আরও পড়ুন: যুদ্ধ বন্ধের নিশ্চয়তা পেলে বন্দি মুক্তিতে রাজি হামাস!
ইসরাইলি ড্রোনগুলো গাজা শহরে খুব কম উচ্চতায় ঘোরাফেরা করছে বলেও জানায় আল জাজিরা।
দক্ষিণে আল-মাওয়াসি এলাকায়ও নতুন করে বিমান হামলা চালানো হয়েছে, যেটিকে ইসরাইলি সামরিক বাহিনী ‘মানবিক অঞ্চল’ হিসেবে চিহ্নিত করেছিল বলে জানা যায়।
এ হামলায় একজন নিহত হয়েছেন এবং অন্যদের চিকিৎসার জন্য নাসের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
আরও পড়ুন: ইসরাইলি হামলায় গাজায় নিহত আরও ৩৭, জর্ডানের নিন্দা
ইসরাইলি স্থল অভিযান অব্যাহত থাকলে দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা অনেক ফিলিস্তিনির।
]]>