ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দুটি ইসরাইলি এফ-৩৫ যুদ্ধবিমানকে আঘাত করেছে।
সেনাবাহিনীর জনসংযোগ বিভাগের বরাত দিয়ে, আইআরএনএ বার্তা সংস্থা জানায়, ইরানের পশ্চিমে ইসরাইলের ওই যুদ্ধবিমান ভূপাতিত করা হয়।
আরও পড়ুন:আয়রন ডোম ভেঙে ইসরাইলের প্রতিরক্ষা সদর দফতরে হামলা চালাল ইরান
এ ঘটনায় পাইলট জেট থেকে বেরিয়ে আসার পর তাকে আটক করা হয়।
তবে, ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচায় আদ্রাই এ ঘটনাকে অস্বীকার করেছেন। একে ইরানি গণমাধ্যমের ভুয়া খবর বলে অভিহিত করেন আভিচায়।
শুক্রবার ইরান জুড়ে ২০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইল। এরপর পাল্টা হামলা শুরু করে তেহরান।
আরও পড়ুন:ইরানে হামলার পর নেতানিয়াহুর ভিডিওবার্তা
]]>