ইসরাইলের আবাসিক ভবন গুঁড়িয়ে দিল ইরান

৩ সপ্তাহ আগে
ইরানের হামলায় ইসরাইলি শহরের মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার (১৫ জুন) ভোরে এসব হামলা চালিয়েছে ইরান।

ইরানের হামলায় হওয়া ক্ষয়ক্ষতি প্রত্যক্ষ করেছেন সিএনএন-এর একটি দল।


প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় রাত আড়াইটার দিকে ইরানি ক্ষেপণাস্ত্রের ঝাঁক ইসরাইলের বাত ইয়াম শহরে আঘাত হানে। 

 

আরও পড়ুন:তেহরানে দফায় দফায় ইসরাইলের হামলা, বিস্ফোরণ

 

সিএনএন-এর দলটি হামলার পরের ঘটনা প্রত্যক্ষ করেছেন এবং দেখেছেন কীভাবে ভবনগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

 

ইরানের হামলাগুলো একটি আবাসিক ব্লকে আঘাত করেছে বলে মনে করা হয়। যেখানে ভবনের ধ্বংসাবশেষের মধ্যে শিশুদের খেলনা পড়ে থাকতে দেখা গেছে।


সিএনএনকে ইসরাইল পুলিশের আন্তর্জাতিক মুখপাত্র ডিন এলসডান জানান, উদ্ধার প্রচেষ্টা এখনও চলছে। ধ্বংসস্তূপের নিচে লোকজন আটকা পড়ার আশঙ্কাও করছেন তারা।

 

এলসডান আরও বলেন, ‘এটি আমাদের বেসামরিক জনগোষ্ঠীকে লক্ষ্য করে আরও একটি রকেট হামলার ফলাফল।’


তবে শহরে হতাহতের সঠিক সংখ্যা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন পুলিশের এই মুখপাত্র। তবে বলেছেন যে অনেক আহত হয়েছেন এবং পুলিশ নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার জন্য কাজ করছে।

 

আরও পড়ুন:ইসরাইলে নতুন করে মিসাইলের বহর ছুঁড়ল ইরান

 

সূত্র: সিএনএন

]]>
সম্পূর্ণ পড়ুন