কার্টজ এক বিবৃতিতে বলেন, ‘ইয়েমেনের ভাগ্য তেহরানের মতোই হবে।’ গত মাসের ইরান-ইসরাইলের ১২ দিনের সংঘাতে, ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলার কথা উল্লেখ করে এ কথা বলেন প্রতিরক্ষামন্ত্রী।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘তেহরানের সাপের মাথা আঘাত করার পরে আমরা ইয়েমেনেও হুতিকে আঘাত করব। যে কেউ ইসরাইলের বিরুদ্ধে হাত বাড়াবে, সেই হাত কেটে ফেলা হবে।’
আরও পড়ুন:ইসরাইলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইয়েমেন
তবে, হুতি গোষ্ঠীর ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে ইসরাইল।
এদিকে, মঙ্গলবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে হুতি গোষ্ঠী।
হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ‘হুতি ইসরাইলের বিমানবন্দর এবং অন্যান্য সংবেদনশীল লক্ষ্যবস্তুতে চারটি হামলা চালিয়েছে।’
এর আগে ইসরাইলের ওপর হামলা চলতে থাকলে ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে নৌ ও বিমান অবরোধের হুমকি দেয় তেল আবিব। যারা গাজার ফিলিস্তিনিদের সাথে সংহতি জানিয়ে দীর্ঘদিন থেকে ইসরাইলের ওপর হামলা অব্যাহত রেখেছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরাইলে নিয়োজিত রাষ্ট্রদূত মাইক হাকাবি এক্সে এক পোস্টে বলেছেন, ‘আমরা ভেবেছিলাম, আমরা ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে পেরেছি। কিন্তু হুতি আবার হামলা চালালো। মনে হচ্ছে বি২ বোমা ইয়েমেনেও ফেলতে হবে।’
আরও পড়ুন:পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা ‘যুদ্ধের শুরু’: হুতির হুঁশিয়ারি
ইসরাইলের সাথে ইরানের ১২ দিনের সংঘাতে তেহরানের পারমাণবিক স্থাপনায় বি২ বোমারু বিমান হামলা করেছিল যুক্তরাষ্ট্র।