ইসরাইলি হামলায় ইরানের যেসব শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন

৩ সপ্তাহ আগে
ইসরাইলি হামলায় ইরানের কমপক্ষে ২০ জন সিনিয়র কমান্ডার নিহত হয়েছেন। শুক্রবার (১৩ জুন) দুটি আঞ্চলিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, শুক্রবার ভোররাতে ইরানের রাজধানী তেহরানসহ একাধিক স্থানে হামলা চালায় ইসরাইল।

 

সামরিক জেনারেলদের মধ্যে আছেন:

 


মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি: ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ; আয়াতুল্লাহ খামেনির পর দেশের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক কর্মকর্তা।

 

জেনারেল হোসেইন সালামি: ইসলামিক রেভ্যুলুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)-এর প্রধান।

 

ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ: আইআরজিসির বিমান বাহিনীর প্রধান।

 

জেনারেল গোলাম আলী রাশিদ: সশস্ত্র বাহিনীর উপপ্রধান।


নিহত পরমাণু বিজ্ঞানীরা হলেন:

 

ফারিদুন আব্বাসি: ইরানের পরমাণু শক্তি সংস্থার সাবেক প্রধান। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

 

মোহাম্মদ মেহদি তেহরাঞ্জি: ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট; শাহিদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রেসিডেন্ট ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক।

 

আব্দুলহামিদ মিনোচেহর: পারমাণবিক প্রকৌশলে পিএইচডি; শাহিদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের পারমাণবিক প্রকৌশল বিভাগের ডিন ছিলেন। পরমাণু বিদ্যুৎকেন্দ্রের দক্ষতা ও নিরাপত্তা নিয়ে গবেষণা করেন।

 

আহমদ রেজা জোলফাঘারি: শাহিদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের পারমাণবিক প্রকৌশলের অধ্যাপক।

 

আরও পড়ুন: ইসরাইলের হামলা / পারমাণবিক স্থাপনায় ক্ষয়ক্ষতি নিয়ে যা বললো ইরান

 

আমির হোসেইন ফাঘিহি: শাহিদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির সদস্য; এইওআই-এর ভাইস প্রেসিডেন্ট এবং নিউক্লিয়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউটের প্রধান ছিলেন।

 

মোতাল্লেবজাদে: একজন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, হামলায় যিনি তার স্ত্রীর সঙ্গে নিহত হন।

 

শুক্রবার স্থানীয় ভোররাতে অপারেশন রাইজিং লায়ন নামে আক্রমণ শুরু করে ইসরাইল। ইরানে এখন পর্যন্ত এটিকে ইসরাইলের সবচেয়ে বড় আক্রমণ হিসেবে দেখা হচ্ছে। প্রথম পর্যায়েই ইসরাইলের প্রায় ২০০ যুদ্ধবিমান অভিযানে যোগ দেয় এবং ইরানের ১০০টিরও বেশি স্থানে হামলা চালায়। এদের মধ্যে ছিল পরমাণু স্থাপনা, ব্যালিস্টিক মিসাইল স্থাপনাগুলো, সামরিক ঘাঁটি ও আকাশ প্রতিরক্ষা সিস্টেম। পরবর্তীতে শুক্রবার বিভিন্ন সময় নতুন করে আরও বেশ কিছু হামলা চালায় ইসরাইল।


এসব হামলায় ইরানের সেনাপ্রধান, রেভ্যলুশনারি গার্ডের প্রধানসহ অন্তত ছয়জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। এছাড়া অনেকগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংসা কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

ইরান এই হামলার সমুচিত জবাব দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।

]]>
সম্পূর্ণ পড়ুন