ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, স্থানীয় সময় শনিবার (১৪ জুন) দুপুর পর্যন্ত ১২৮ জনের মৃত্যুর খবরের চেয়ে এটি (নতুন সংখ্যা) প্রায় একশ’ বেশি।
এছাড়া ইসরাইলি হামলায় ইরানের অন্তত ১,২৭৭ জন আহত হয়েছে বলেও জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিকে, ইসরাইলের সবশেষ সামরিক হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা ইউনিটের প্রধান মোহাম্মদ কাজেমি নিহত হয়েছেন।
আরও পড়ুন: ভিডিও প্রকাশ /ইসরাইলের বিমানবন্দরে সরাসরি আঘাত হানল ইরানি মিসাইল!
তেহরান বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
সংবাদ সংস্থা তাসনিম এবং ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, রোববার (১৫ জুন) ইসরাইলি হামলায় কাজেমি এবং তার ডেপুটি হাসান মোহাকেক ও কমান্ডার মোহসেন বাকেরির মৃত্যু হয়েছে।
এর আগে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, আমি আপনাকে বলতে পারি যে, আমরা তাদের (ইরানের) প্রধান গোয়েন্দা কর্মকর্তা এবং তার সহকারীকে তেহরানে পেয়েছি।
আরও পড়ুন: ইসরাইলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর গোয়েন্দাপ্রধান নিহত
]]>