ইসরাইলি ‘দস্যুতা’ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এক হওয়ার আহ্বান এরদোয়ানের

৩ সপ্তাহ আগে
ইরানে ইসরাইলের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইসরাইল বিশ্বকে বিপর্যয়ের দিকে টেনে আনতে চাইছে বলে অভিযোগ করেন তিনি।

শুক্রবার (১৩ জুন) এক বিবৃতিতে তুর্কি প্রেসিডেন্ট ইসরাইলকে এই অঞ্চল, বিশেষ করে ফিলিস্তিনের গাজাকে রক্ত, অশ্রু এবং অস্থিতিশীলতায় নিমজ্জিত করার কৌশলকে অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি তৈরির অভিযোগ করেন।

 

ইরানে ইসরাইলের বিমান হামলার নিন্দা জানিয়ে এরদোয়ান বলেন, ‘আমাদের প্রতিবেশী ইরানের ওপর ইসরাইলের আক্রমণ একটি উসকানি যা আন্তর্জাতিক আইণের স্পষ্ট লঙ্ঘন।

 

তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই বৈশ্বিক ও আঞ্চলিক স্থিতিশীলতার লক্ষ্য করে ইসরাইলি দস্যুতা বন্ধে ভূমিকা নিতে হবে।

 

আরও পড়ুন: ইরানে ইসরাইলি হামলায় অন্তত ৭০ জন নিহত, আহত তিন শতাধিক

 

তুর্কি প্রেসিডেন্ট বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বেপরোয়া, আক্রমণাত্মক এবং আইন বহির্ভূত কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের অঞ্চল এবং সমগ্র বিশ্বকে বিপর্যয়ের দিকে টেনে আনার চেষ্টা করছে।

 

এর আগে ইরানে ইসরাইলি হামলার ঘটনায় ‘কঠোর ভাষায়’ নিন্দা জানিয়েছে তুরস্ক। এ ঘটনাকে ‘উসকানিমূলক’ অভিহিত করে, এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে জানিয়েছে দেশটি।

 

ইরানে হামলার ঘটনা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে বলেও উল্লেখ করা হয়েছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসরাইলের এমন পদক্ষেপ প্রমাণ করে যে তারা ‘কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধান করতে চায় না’।

 

আরও পড়ুন: ইরানের বিপ্লবী গার্ডের নতুন প্রধান নিয়োগ দিলেন খামেনি

 

ইসরাইলকে ‘আরও বড় সংঘাতের দিকে নিয়ে যেতে পারে এমন আক্রমণাত্মক পদক্ষেপ’ বন্ধ করার আহ্বান জানিয়েছে তুরস্ক।

 

আল জাজিরা জানিয়েছে, শুক্রবার ভোররাতে ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন স্থানে ইসরাইলি হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন শতাধিক।

 

]]>
সম্পূর্ণ পড়ুন