ইসরাইলি দখলদারিত্বের ভিত্তি নাড়িয়ে দিয়েছে ইরান: হামাস

৩ সপ্তাহ আগে
ইসরাইলের সাথে ইরানের সংঘর্ষের প্রেক্ষাপটে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা, কাসাম ব্রিগেড তেহরানের প্রতি সমর্থন ঘোষণা করে একটি বিবৃতি জারি করেছে।

গোষ্ঠীটি বলেছে, ‘আমরা ইরান, দেশটির নেতৃত্ব এবং তার জনগণের পাশে দাঁড়িয়েছি।’ 

 

ফিলিস্তিনিদের লক্ষ্য এবং প্রতিরোধকে সমর্থন করার ক্ষেত্রে ইরানি নেতাদের ‘ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ’ ভূমিকার প্রশংসা করেছে হামাস।

 

আরও পড়ুন: ইসরাইলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর গোয়েন্দাপ্রধান নিহত

 

‘চলমান ইহুদিবাদী আগ্রাসনে’ জ্যেষ্ঠ ইরানি সামরিক কমান্ডার এবং বেসামরিক নাগরিকদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ফিলিস্তিনি গোষ্ঠীটি। 

 

তবে, ইরানের পাল্টা জবাব ইসরাইলি দখলদারিত্বের ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে বলেও মন্তব্য করেছে হামাস।

 

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমাদের জনগণ, বিশেষ করে গাজার জনগণ, ইসরাইলের ওপর শক্তিশালী হামলাগুলো গর্বের সাথে দেখেছে।’ 

 

আরও পড়ুন: ইরানের সতর্কবার্তা /‘দখলকৃত অঞ্চল ছাড়ো, এগুলো বাসযোগ্য থাকবে না’

 

সূত্র: আল জাজিরা

]]>
সম্পূর্ণ পড়ুন