শনিবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
হামাদানের পুলিশ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন নাজাফি জানান, ‘এ সময় হামলায় জননিরাপত্তা পুলিশের প্রধান মেজর হাবিবুল্লাহ আকবরিয়ান এবং সেকেন্ড লেফটেন্যান্ট আমির সাইফি নিহত হন।’
দায়িত্বপ্রাপ্ত এলাকার মধ্যে একটি গোয়েন্দা অভিযানের সময় ইসরাইলি ড্রোনের আঘাতে তারা নিহত হন বলে জানানো হয়।
আরও পড়ুন:ইরানে ইসরাইলের হামলায় এসসিও’র নিন্দা, যে কারণে আলাদা বিবৃতি ভারতের
শুক্রবার ভোরে ইরানের ভূখণ্ডে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালিয়েছে ইসরাইল। যাতে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা এবং বিজ্ঞানীরা নিহত হয়েছেন।
এছাড়া ইরানে ইসরাইলের দফায় দফায় হামলায় কমপক্ষে ৭৮ জন নিহত এবং ৩২০ জন আহত হয়েছেন।
প্রতিশোধ হিসেবে, ইরান শুক্রবার রাতে ইসরাইলের অভ্যন্তরে বেশ কয়েকটি স্থানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। যার ফলে কমপক্ষে তিনজন নিহত এবং ১৭০ জনেরও বেশি আহত হন বলে জানা গেছে।
]]>