ইসরাইলি আগ্রাসন বন্ধে এখনই বাস্তবসম্মত পদক্ষেপ নেয়ার সময়: পররাষ্ট্র উপদেষ্টা

১৩ ঘন্টা আগে
ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে ইসরাইলি সামরিক আগ্রাসন ও গণহত্যা বন্ধে এখনই বাস্তবসম্মত পদক্ষেপ নেয়ার সময় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সোমবার (২৫ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের জরুরি বৈঠকে তিনি এ কথা বলেন। রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

আরও পড়ুন: একাত্তর ইস্যুতে ইসহাক দারের বক্তব্যের সঙ্গে একমত নন পররাষ্ট্র উপদেষ্টা

 

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি, গাজায় বাধাহীন মানবিক সহায়তা প্রবেশ এবং ১৯৬৭ সালের সীমানা অনুসারে দুই রাষ্ট্র সমাধানের জন্য বিশ্বাসযোগ্য ও অপরিবর্তনীয় রূপরেখা তৈরির আহ্বান জানান।

 

আরও পড়ুন: শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছ থেকে কাঙ্ক্ষিত সাড়া পাওয়া যায়নি: পররাষ্ট্র উপদেষ্টা

 

মো. তৌহিদ হোসেন বলেন, ফিলিস্তিনের ন্যায্য সংগ্রামে বাংলাদেশের সমর্থন অবিচল থাকবে। ওআইসি বা মুসলিম উম্মাহ যে কোনো প্রস্তাব আনলে বাংলাদেশ সরকার ও জনগণ তা নিঃশর্তভাবে সমর্থন করবে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন