ইসরাইলকে ‘বোকামির’ পরিণতি ভোগ করতে হবে: পেজেশকিয়ান

৩ সপ্তাহ আগে
ইরানে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল। এতে অনেক হতাহত ও ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির বিভিন্ন শহরে এখনো হামলা চলছে বলে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে। এ অবস্থায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে তেল আবিবকে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

শুক্রবার (১৩ জুন) এক ভাষণে ইরানের প্রেসিডেন্ট বলেন, ইরানি জাতি এবং কর্মকর্তারা চুপ করে বসে থাকবে না। ইসরাইলের অপরাধের জন্য বৈধ ও শক্তিশালীভাবে এর প্রতিক্রিয়া জানানো হবে। যার ফলে শত্রুরা তাদের বোকামির জন্য অনুতপ্ত হবে।

 

জাতীয় ঐক্য এখন অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, ‘আজ, অন্য যেকোনো সময়ের চেয়ে ইরানি জাতির আস্থা, সহানুভূতি, ঐক্য এবং সংহতির প্রয়োজন। সৃষ্টিকর্তার ইচ্ছায় দখলদার শাসকগোষ্ঠীর অপরাধের কঠোর, যুক্তিসঙ্গত এবং শক্তিশালী প্রতিক্রিয়া দেয়া হবে।

 

আরও পড়ুন: ইসরাইলি হামলায় ইরানের ২০ শীর্ষ কমান্ডার নিহত: রিপোর্ট

 

ইরানের প্রেসিডেন্ট বলেন, ইসরাইল হামলার মাধ্যমে আন্তর্জাতিক সব নীতি লঙ্ঘন করেছে এবং নারী ও শিশু হত্যার মাধ্যমে তারা তাদের বর্বরতা প্রকাশ করেছে।

 

মাসুদ পেজেশকিয়ান বলেন, বিশ্বব্যাপী এবং আঞ্চলিকভাবে শান্তি প্রতিষ্ঠার জন্য ইরান সর্বাত্মক চেষ্টা করেছে। এজন্য আমরা দীর্ঘমেয়াদি সংলাপের পথও বেছে নিয়েছিলাম। কিন্তু তারা শান্তির পথে না গিয়ে যেভাবে আগ্রাসন চালিয়েছে, তার জবাব সেভাবেই দেয়া হবে।

 

তিনি আরও বলেন, অতীতে যেভাবে ইরানের জনগণ ঐক্যবদ্ধ থেকেছে, এবারও ঐক্যবদ্ধ থেকে এই কঠিন সময় পার করতে পারবে।

 

আরও পড়ুন: ইরানের তাবরিজ-শিরাজ শহরে ইসরাইলের নতুন হামলা

 

শুক্রবার ভোররাতে ইসরাইলি বিমানবাহিনী তেহরানের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালায়। এসব হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাঘেরি, ইসলামিক রেভ্যুলুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)-এর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি, ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের প্রধান মেজর জেনারেল গোলাম আলী রাশিদসহ অন্তত ছয়জন ইরানি পরমাণু বিজ্ঞানী নিহত হন।

 

ইরান ইসরাইলে পাল্টা শতাধিক ড্রোন পাঠালেও সেগুলো ইসরাইলে আগাত হানার আগেই প্রতিহত করার দাবি করেছে আইডিএফ।

]]>
সম্পূর্ণ পড়ুন