বুধবার (১৮ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ইসরাইল গত শুক্রবার ইরানে হামলা চালানোর পর থেকেই আকাশসীমা বন্ধ করে দেয়। এই পরিস্থিতিতে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া প্রথমবারের মতো সরকারি বিমান পাঠিয়ে মধ্যপ্রাচ্য থেকে তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে নিয়ে গেছে।
মঙ্গলবার (১৭ জুন) সকালে ৬৬ জন যাত্রী নিয়ে একটি চেক সরকারি বিমান প্রাগে অবতরণ করে। অন্যদিকে, গত দুই দিনে দুটি স্লোভাক বিমান ১১৫ জন উদ্বাস্তুকে ব্রাতিস্লাভায় নিয়ে গেছে।
আরও পড়ুন: ট্রাম্পের হুমকির পর খামেনির বার্তা, ‘যুদ্ধ শুরু হলো’
চেক প্রজাতন্ত্রের প্রতিরক্ষা মন্ত্রী জানা সেরনোচোভা এক্স-এ (পূর্বের টুইটার) দেয়া এক বার্তায় বলেন, ‘আমি আনন্দিত যে সবাই নিরাপদে ফিরেছে। এমন কঠিন পরিস্থিতিতে এই রকম পরিবহন খুবই চ্যালেঞ্জিং ছিল।’
চেক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ফিরিয়ে আনা লোকদের বেশিরভাগই চেক নাগরিক।
তবে আকাশসীমা বন্ধ থাকায় সরাসরি ইসরাইলে সেনা বিমান পাঠানো সম্ভব ছিল না। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ‘উদ্ধারকারীদের প্রথমে বাসে করে প্রতিবেশী একটি দেশের বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে পায়ে হেঁটে সীমান্ত পার করে তাদের বিমানে তুলে আনা হয়।’
]]>