ইসরাইল ও নেতানিয়াহুর পতন আসন্ন: ইরানি জেনারেল

৩ দিন আগে
ইহুদিবাদী সরকার (ইসরাইল) এবং তার প্রধানমন্ত্রীর (বেনিয়ামিন নেতানিয়াহু) পতন আসন্ন বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ একজন ইরানি জেনারেল। আরেকটি ভুল ইসরাইলের সব স্বার্থ এবং ঘাঁটিগুলোকে আরও গুরুতর বিপদের মুখোমুখি করবে বলেও সতর্ক করেন তিনি।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম মঙ্গলবার (০১ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

 

সোমবার (৩০ জুন) তেহরানে ইরানের সশস্ত্র বাহিনীর প্রয়াত চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ হোসেইন বাকেরির স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে এই সতর্কবার্তা দেন মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি।

 

তিনি বলেন, 

ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক আগ্রাসনে বড় শয়তান এবং ছোট শয়তান - যুক্তরাষ্ট্র এবং ইসরাইল - তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।

 

ইসলামী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ সামরিক উপদেষ্টা এই জেনারেল বলেন, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক আগ্রাসন ‘ইহুদিবাদীদের মৃত্যুর চক্র’ ত্বরান্বিত করেছে। 

 

আরও পড়ুন: ইরাকের সামরিক বিমানঘাঁটিতে রকেট হামলা!

 

জেনারেল রহিম সাফাভি বলেন, ‘ইহুদিবাদী শাসনব্যবস্থা এবং নেতানিয়াহুর পতন আসন্ন।’

 

তিনি আরও বলেন, 

যুদ্ধবিরতির ফলে সংঘাত বন্ধ হয়ে গেলেও, শত্রু এবং তাদের স্বার্থ, কাঠামো, ঘাঁটি এবং অঞ্চলজুড়ে বাহিনী সম্পর্কে ভালো জ্ঞান রয়েছে ইরানের।

 

আর কোনো ‘ভুল করলে’ তাদের (ইসরাইলের) সব স্বার্থ এবং ঘাঁটি আরও বড় হুমকির সম্মুখীন হবে, কারণ ইরান আরও তীব্রতার সাথে প্রতিক্রিয়া জানাবে বলেও সতর্ক করেন মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি। 

 

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

 

]]>
সম্পূর্ণ পড়ুন