ইরানের হামলায় নিহত ২৪, হাসপাতালে ১৫৪ ইসরাইলি

৩ সপ্তাহ আগে
ইরানের হামলায় আহত ১৫৪ জন ইসরাইলিকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৬ জুন) রাত থেকে এ পর্যন্ত বিভিন্ন সময় চালানো হামলায় তারা আহত হন বলে জানিয়েছে ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আহতদের মধ্যে চারজনের অবস্থা ‘মাঝারি’ এবং ১৩০ জন ‘সামান্য’ আহত হয়েছেন। 

 

এছাড়া ১৫ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং ‘উদ্বেগের জন্য’ পাঁচজনের চিকিৎসা চলছে বলে জানা গেছে। 

 

আরও পড়ুন: ইরানের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সাইবার হামলা

 

এর আগে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ আপডেটে বলা হয়েছে, গেল শুক্রবার থেকে ইসরাইলি বিমান হামলায় দেশটিতে কমপক্ষে ২২৪ জন নিহত এবং ১,২০০ জনেরও বেশি আহত হয়েছেন।

 

একই সময়ের মধ্যে ইরানের হামলায় ইসরাইলে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে। 

 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-ইসরাইলকে ‘খুশি করার চেষ্টা’ /ইরানের ওপর হামলা নিয়ে ‘নীরব ভূমিকা’ সিরিয়ার

 

সূত্র: বিবিসি

]]>
সম্পূর্ণ পড়ুন