ইসরাইলের জরুরি চিকিৎসা পরিষেবা জানিয়েছে, তেল আবিবের দক্ষিণে বাত ইয়ামে একটি অ্যাপার্টমেন্ট ভবন সরাসরি ইরান হামলা চালালে ছয়জন নিহত হন।
ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে চাপা পড়েছেন বলে জানানো হয়েছে। এই হামলায় কমপক্ষে ১৮০ জন আহত হয়েছেন।
আরও পড়ুন:ইরানের কয়েকটি প্রদেশে নতুন করে হামলা ইসরাইলের
এদিকে, ইরানের অন্য একটি ক্ষেপণাস্ত্র হামলায় লোয়ার গ্যালিলির তামরা গ্রামে খতিব পরিবারের চার সদস্য নিহত হন। তাদের বাসভবনে ক্ষেপণাস্ত্র আঘাত করলে এই হতাহতের ঘটনা ঘটে। এই হামলায় ১৪ চৌদ্দ জন আহত হন।
এদিকে ইসরাইলের গুরুত্বপূর্ণ শহর হাইফায় ইরানের একটি ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার রাতভর ইসরাইল ও ইরান নতুন করে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যা উত্তেজনা আরও বাড়িয়েছে এবং বিস্তৃত আঞ্চলিক সংঘাতের আশঙ্কা তৈরি করেছে।
ইসরাইলি বাহিনী ইরানজুড়ে বেসামরিক ও জ্বালানি অবকাঠামোতে বোমা হামলা চালানোর পর, ইরান বন্দর শহর হাইফাসহ ইসরাইলজুড়ে অসংখ্য লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
এছাড়া রোববার ভোরে, তেহরানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে হামলা চালিয়েছে বলেও জানিয়েছে ইসরাইল।
আরও পড়ুন:ইরান নাকি ইসরাইল, সামরিক শক্তিতে এগিয়ে কোন দেশ?
এর আগে শুক্রবার ইসরাইল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানোর পর পাল্টা হামলা শুরু করে ইরান।
সূত্র: দ্য গার্ডিয়ান
]]>