ইরানের হামলার সময় প্রতিরক্ষামন্ত্রীকে নিয়ে বাংকারে নেতানিয়াহু!

৩ সপ্তাহ আগে
ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার সময় শুক্রবার রাতে বাংকারে অবস্থান নেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় তার সঙ্গে ছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ।

ইসরাইলের সংশ্লিষ্ট কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা শুরুর পরপর প্রধানমন্ত্রী নেতানিয়াহু একটি বাংকারে ঢুকে যান। তার সঙ্গী হন প্রতিরক্ষামন্ত্রী কাৎজ। তারা সেখানে বসে চলমান সামগ্রিক পরিস্থিতির জরুরি মূল্যায়ন করেন।

 

প্রতিবেদন মতে, বেশ কয়েকজন ইসরাইলিমন্ত্রী ও প্রতিরক্ষা প্রতিষ্ঠানের প্রধানেরাও প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি আলোচনায় অংশ নেন।

 

আরও পড়ুন: তেহরানের বিমানবন্দরে বিস্ফোরণ ও আগুন

 

শুক্রবার রাতে অন্তত দুই দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় অন্তত একজন ইসরাইলি নারী নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন।


এদিকে শনিবার ইসরাইলের হামলায় ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন জ্বলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিমানবন্দরটির অভ্যন্তরে আগুন জ্বলতে ও ধোঁয়া উড়তে দেখা গেছে।

 

আরও পড়ুন: ইসরাইলে আরেক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

 

প্রতিবেদনে বলা হয়, বিমানবন্দর এলাকায় একটি ‘বিস্ফোরণ’ হয়েছে। এরপর বিমানবন্দরটি থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

 

ইরানের বিপ্লবী গার্ড কর্পস পরিচালিত ফার্স নিউজ এজেন্সি নিশ্চিত করেছে যে কমপক্ষে দুটি মিসাইল বিমানবন্দর এলাকায় আঘাত হেনেছে।

]]>
সম্পূর্ণ পড়ুন