ইরানের হামলার আশঙ্কায় আকাশসীমা বন্ধ করলো ইসরাইল

২ সপ্তাহ আগে
ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আকাশসীমা বন্ধ করেছে ইসরাইল। রোববার (২২ জুন) সকালে দ্য টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এক বিবৃতিতে ইসরাইল বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক ঘটনার কারণে ইসরাইলের আকাশসীমা বন্ধ রাখা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত দেশের আকাশসীমা প্রবেশ ও প্রস্থানের জন্য বন্ধ থাকবে।

 

তবে তারা উল্লেখ করেছে, ‘মিসর ও জর্ডানের সঙ্গে স্থল সীমান্তপথগুলো স্বাভাবিকভাবে চালু রয়েছে।’

 

টানা দশম দিনের মতো চলছে ইরান-ইসরাইল সংঘাত। রোববার ভোররাতেই অপারেশন ট্রু প্রমিসের ১৯তম ঢেউয়ে ইসরাইলের উত্তর থেকে দক্ষিণ অঞ্চলে আরেক দফা আত্মঘাতী ড্রোন হামলা চালানো হয়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি হুঁশিয়ারি দিয়েছে, এই অভিযান ধারাবাহিকভাবে চলবে।

 

আইআরজিসির দাবি, এর আগে তাদের ১৮তম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ছিল এখন পর্যন্ত ইসরাইলের বিরুদ্ধে সবচেয়ে সফল অভিযানগুলোর একটি। তারা আরও দাবি করে, দীর্ঘপাল্লার কাদর-এফ ক্ষেপণাস্ত্রে হাইফার সেন্টার অব এআই রিসার্চসহ অন্তত ১৪টি সামরিক স্থাপনায় আঘাত হানা হয়।

 

আরও পড়ুন: ফোরদোর কাছাকাছি বাসিন্দারা ‘ঝুঁকিমুক্ত’, বলছে ইরান

 

পাল্টা অভিযানে, ইরানের মধ্যাঞ্চলে গোপন মিশনে প্রস্তুত তিনটি এফ-১৪ যুদ্ধবিমান গুঁড়িয়ে দেয়ার দাবি করেছে ইসরাইল। একইসঙ্গে ইসফাহানের পারমাণবিক স্থাপনাতেও নতুন করে হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক পরমাণু সংস্থা আইএইএ। আইএইএর প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, ইসফাহানের কমপ্লেক্সে এখন পর্যন্ত মোট দশটি ভবন হামলার শিকার হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে ইউরেনিয়াম রূপান্তর কেন্দ্র, রিঅ্যাক্টর ফুয়েল প্রস্তুত কারখানা ও মেটাল প্রসেসিং প্ল্যান্ট।

 

ইসরাইলি সেনাবাহিনী দাবি করে, ইরানের কুদস ফোর্সের ফিলিস্তিন কর্পসের প্রধান সাঈদ ইজাদি গাজায় নিহত হয়েছেন, যিনি হামাসের সঙ্গে অর্থ ও অস্ত্র যোগান দেয়ার মূল সমন্বয়ক ছিলেন। এছাড়া আরও একজন কমান্ডার বেনহাম শারিয়ারিকে হত্যার দাবি করেছে আইডিএফ।

 

এদিকে স্থানীয় সময় শনিবার (২১ জুন) ইসরাইলের হয়ে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় সফল হামলা চালানো হয়েছে। মাটির গভীরে থাকা ফোর্দো পরমাণু কেন্দ্রে ভারি বোমা ফেলেছে মার্কিন বাহিনী।

 

আরও পড়ুন: ট্রাম্পের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে: ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী

 

পরমাণু কেন্দ্রেটি নিশ্চিহ্ন হয়ে গেছে বলেও দাবি করেন ট্রাম্প। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে বলেও দাবি করেন তিনি। ইরানকে এখনই সমঝোতায় আসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

]]>
সম্পূর্ণ পড়ুন