সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৩ জুন) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেন বেনিয়ামিন নেতানিয়াহু।
বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মোদি বলেন, ‘ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছ থেকে ফোনকল পেয়েছি। তিনি আমাকে ফোনে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন। আমি এই ইস্যুতে ভারতের উদ্বেগের কথা জানিয়েছি এবং জোর দিয়েছি যে, এই অঞ্চলে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধার করা জরুরি।’
আরও পড়ুন: তেহরানের বিমানবন্দরে বিস্ফোরণ ও আগুন
এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরান ও ইসরাইলে মধ্যে সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে বলেছে, ‘আমরা পারমাণবিক স্থাপনায় হামলার খবরসহ পরিস্থিতির ওপর গভীর নজর রাখছি।’
এছাড়া ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় এক পোস্টে জানায়, প্রধানমন্ত্রী নেতানিয়াহু গত রাত থেকে বেশ কয়েকজন বিশিষ্ট বিশ্ব নেতার সঙ্গে কথা বলেছেন এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে তাদের অবহিত করেছেন। এর মধ্যে রয়েছেন জার্মান চ্যান্সেলর, ভারতের প্রধানমন্ত্রী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট।
আরও পড়ুন: মধ্য ইসরাইলে সরাসরি আঘাত হানল ইরানি ক্ষেপণাস্ত্র, বহু হতাহত
এর আগে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরান ও ইসরাইলের মধ্যে সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি দেয়। এতে বলা হয়, আমরা পরিস্থিতির ক্রমবর্ধমান গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি, যার মধ্যে পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার খবরও রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘পরিস্থিতি হ্রাস এবং অন্তর্নিহিত সমস্যা সমাধানের জন্য সংলাপ এবং কূটনীতির বিদ্যমান চ্যানেলগুলো ব্যবহার করা উচিত। ভারত উভয় দেশের সঙ্গেই ঘনিষ্ঠ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করছে এবং সম্ভাব্য সকল সহায়তা প্রদানের জন্য প্রস্তুত।’
]]>