ইরানের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সাইবার হামলা

২ সপ্তাহ আগে
ইরানের অন্যতম প্রধান রাষ্ট্রায়ত্ত ব্যাংক ‘সেপাহ’ ব্যাংক একটি সাইবার আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে, যার ফলে অনলাইন পরিষেবা ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।

সংবাদ সংস্থা ফারস-এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।

 

তবে প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা করছে ব্যাংকটির কর্তৃপক্ষ।

 

আরও পড়ুন: ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইসরাইলের হামলা, ভিডিও প্রকাশ!

 

‘প্রিডেটরি স্প্যারো’ বা ফার্সি ভাষায় ‘গঞ্জেশকে দারান্দে’ নামে একটি ইসরাইল-সংশ্লিষ্ট হ্যাকিং গ্রুপ এই সাইবার হামলার দায় স্বীকার করেছে। 

 

সেপাহ ব্যাংকের তথ্য ‘ধ্বংস’ করে দেয়ার দাবি করেছে হ্যাকার গ্রুপটি। 

 

আরও পড়ুন: দাবি ইরানের /মোসাদের অপারেশন পরিকল্পনা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা!

]]>
সম্পূর্ণ পড়ুন