শুক্রবার (২০ জুন) এলি কাওয়াজ নামে এক ব্যক্তির সামাজিক মাধ্যম এক্স-এ ভিডিওটি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, হাইফায় আঘাতের ভয়ঙ্কর ভিডিও ফুটেজ
ভিডিওটি মিসাইলের লক্ষ্যবস্তুর খুব কাছাকাছি একটি বহুতল ভবন থেকে তোলা। এতে দেখা গেছে, সমুদ্র উপকূলবর্তী কোনো টার্গেটে ইরানের মিসাইল আঘাত হানার পর ব্যাপক বিস্ফোরণ ঘরে।
বাংলাদেশ সময় রাত ৮টার দিকে আল-জাজিরা তাদের ওয়েবসাইটে ভিডিওটি শেয়ার করেছে। এতে বলা হয়েছে, কিছুক্ষণ আগে উত্তর ইসরাইলের একটি শহরে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য দেখা যায়।
এর আগে ইসরাইলের পক্ষ থেকে ইরানের আরেক দফা মিসাইল হামলার কথা জানানো হয়। দেশটির সংবাদমাধ্যমগুলো জানায়, ক্ষেপণাস্ত্রগুলো দেশজুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এরমধ্যে রয়েছে উত্তরের হাইফা এবং দক্ষিণের বিরশেভা এলাকা। বিরশেভা সম্প্রতি ঘন ঘন ইরানি ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে।
আরও পড়ুন: অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রে এখনো হাতই দেয়নি ইরান: তাসনিম নিউজ
জেরুজালেমেও অন্তত একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর এসেছে।
ইসরায়েলের চ্যানেল ১২ এর বরাতে আল জাজিরা জানিয়েছে, এই দফায় হামলায় ইরানের প্রায় ৩৯টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে কতগুলো ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ইরান সাধারণত বিভিন্ন ধরনের মিসাইল এবং ড্রোনের সাহায্যে হামলা চালায়। এরমধ্যে অনেক হামলা ইসরাইলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠেকিয়ে দেয়। তারপরেও উল্লেখযোগ্য সংখ্যক মিসাইল এবং ড্রোন লক্ষ্যে আঘাত হানতে সক্ষম হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, দক্ষিণ সিরিয়ার আকাশে ইরান একটি সাহেদ-১৩৬ ড্রোন ভূপাতিত করছে ইসরাইল এফ-১৬ যুদ্ধবিমান।
ইরান-ইসরাইল সংঘাত শুরুর পর হাইফাতে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইসরাইলি সংবাদমাধ্যমগুলোর খবরে জানা গেছে, সেখানে অবস্থিত বেজান তেল পরিশোধনাগারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎ কেন্দ্র ও স্টিম উৎপাদন ব্যবস্থা ধসে গেছে, যার ফলে পরিশোধনাগার সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। সেখানকার কয়েকজন কর্মী নিহতও হয়েছেন।
এছাড়া তেল পাইপলাইন এবং বিদ্যুৎ কাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে হাইফার পাওয়ার প্ল্যান্টে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর সেখানে আগুন লেগে যায়।

শুক্রবারও হাইফাকে টার্গেট করেছে ইরান। এছাড়া ইসরাইলের বিভিন্ন জায়গায় হামলা হয়েছে। সবশেষ খবর অনুযায়ী, ইসরাইলের জরুরি পরিষেবা মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, তাদের টিম ১৭ জন আহত ব্যক্তিকে চিকিৎসা দিচ্ছে, এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
গত ১২ জুন দিবাগত ভোররাতে ইরানে ব্যাপক হামলা শুরু করে ইসরাইল। পরদিন পাল্টা জবাব দেয় ইরান। এরপর থেকে টানা পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে দুই দেশ। ইসরাইলের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ৬৩৯ জন ইরানি নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক হাজার। অপরদিকে ইসরাইলে প্রায় ২৫ জন নিহতের খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা কয়েকশত।
]]>